Maintance

সেলুলার সুবিধা নিয়ে এলো নতুন অ‍্যাপল ওয়াচ সিরিজ ৩

প্রকাশঃ ১১:৫৪ অপরাহ্ন, সেপ্টেম্বর ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:২৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ১৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেক জায়ান্ট অ‍্যাপল উন্মোচন করলো নতুন স্মার্টঘড়ি। ‘অ‍্যাপল ওয়াচ সিরিজ ৩’ নামের ঘড়িটিতে রয়েছে সেলুলার সুবিধা। ফলে এতে সিম কার্ড ব‍্যবহার করা যাবে।

নতুন  ওয়াচ থেকে সারাসরি সিরিকে কামান্ড করা এবং সিরির উত্তর শোনা যাবে। এছাড়া চাইলে এয়ারপডস আলাদাভাবে ফোনের সাহায‍্যে ছাড়াই ঘড়িতে যুক্ত করে গান শোনা যাবে। সেলুলাস সুবিধা থাকায় অ‍্যাপল ওয়াচ থেকে সরাসরি কল করে কথাও বলা যাবে। এই সুবিধাটি পূর্বের অ‍্যাপলওয়াচে সংস্করণে ছিলো না।

ডিভাইসটি থেকে অ‍্যাপল মিউজিকে থাকা ৪০ মিলিয়ন গান শোনা যাবে। এটি পূর্বের অ‍্যাপল ওয়াচ থেকে ৫০% পাওয়ার সেইভিং সুবিধা দিবে।

অ‍্যাপলের প্রধান নিবার্হী টিক কুম জানায়, গত বছর স্মার্টওয়াচের বাজারে দ্বিতীয় অবস্থানে ছিলো অ‍্যাপল । তবে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে অ‍্যাপল। গ্রাহকের আস্থা অর্জনেই এই সফলতা। নতুন ওয়াচ সবাই পছন্দ করবে আশা করা যাচ্ছে।

সেপ্টেম্বর ২২ তারিখ বাজারে পাওয়া যাবে এটি। অ‍্যাপল ইভেন্ট নিয়ে বিস্তারিত নিউজ আসছে।

তুসিন আহমেদ

*

*

Related posts/