Maintance

স্লিপ আই মাস্কে গান শোনার সুবিধা

প্রকাশঃ ১২:২৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ১১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ১১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাতের বেলা যাদের ঘুমাতে সমস্যা হয় বা অনিদ্রা রোগে ভোগেন তাদের জন্য তৈরি করা হয়েছে স্লিপ আই মাস্ক হেডফোন। ফোন বা এমপি থ্রি প্লেয়ারের সঙ্গে স্লিপ আই মাস্কটির হেডফোন যুক্ত করলেই শোনা যাবে নিজের পছন্দের গান।

এতে যুক্ত করা হেডফোনগুলো মেমোরি ফোম দিয়ে তৈরি। তাই ঘুমানোর সময় এর ওপরে শুয়ে থাকলেও কোনো সমস্যা নেই।

sleeping-musk-techshohor

পাশাপাশি বিল্ট ইন সাউন্ড ডিস্ক যুক্ত স্লিপ আই মাস্কটি চোখে দিলে বাইরের সব আলো আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। এতে ঘুমানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। এছাড়াও ডিভাইসটি প্লেনে বা বাসে ভ্রমণের সময় ঘুমাতে সাহায্য করবে।

চাইলে স্লিপ আই মাস্কটি ধুয়েও ব্যবহার করা যাবে। এর দাম ৪৯ ডলার হলেও বর্তমানে ছাড়ের অফার চলছে। তাই মাস্কটি এখন ২৪.৯৯ ডলারেই পাওয়া যাচ্ছে। আমাজন ডটকমে ডিভাইসটির রেটিং ৩ দশমিক ৭।

ম্যাশবেল অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/