Maintance

ইউটিউব অ্যাপে ভিডিওর গতি নিয়ন্ত্রণ সুবিধা

প্রকাশঃ ১:২১ অপরাহ্ন, সেপ্টেম্বর ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ন, সেপ্টেম্বর ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন এক আপডেটে মোবাইলের ইউটিউব অ্যাপে প্লেব্যাক স্পিড বেছে নেওয়ার ফিচার যুক্ত করেছে ইউটিউব।

এতে করে ইউটিউবে টিউটোরিয়াল দেখে রান্না বা ফটোশপের কাজ করতে চাইলে এখন আর বার বার করে ভিডিও পেছনে টানার প্রয়োজন পড়বে না।

এতে ব্যবহারকারীরা উপকৃত হবেন। অন্যদিকে, বিরক্তিকর ভিডিওগুলো দ্রুত টেনেও দেখে নেওয়া যাবে শেষ পর্যন্ত এতে কি আছে।

youtube-techshohor

ইউটিউবের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পল্লবি পওয়েল জানিয়েছেন, ভিডিওর কোয়ালিটি ধরে রেখে স্পিড পরিবর্তন করাটাই ছিলো সবচেয় বড় চ্যালেঞ্জ। কারণ ডেস্কটপের চেয়ে মোবাইলে হার্ডওয়্যার ও নেটওয়ার্কের সীমাবদ্ধতা বেশি থাকে।

ফিচারটি ব্যবহার করতে হলে ভিডিওর ওপরে ডান পাশে থাকা তিনটি ডট চিহ্ন যুক্ত একটি অপশনে ক্লিক করতে হবে।  এরপরে প্লেব্যাক স্পিডে ক্লিক করে পছন্দ মতো ভিডিও স্পিড বেছে নেওয়া যাবে।

প্লেব্যাক স্পিড ০.২ থেকে ০.৭৫ এক্স পর্যন্ত ভিডিও চলবে ধীর গতিতে আর ১.২৫ থেকে ২ এক্স পর্যন্ত ভিডিও চলবে দ্রুত গতিতে।

এন গ্যাজেট অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/