Maintance

নারীদের নিয়ে উদ্ভাবনী প্রতিযোগিতা শুরু

প্রকাশঃ ১:৪৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ন, সেপ্টেম্বর ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিজিটাল বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন ২০১৭’ প্রতিযোগিতা। ডেইলি স্টার মিলনায়তনে দেড় মাসব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মাহবুবা পান্না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মিনা পারভীনসহ আরও অনেকে।

Digital-women-techshohor

অনুষ্ঠানটিতে বিচারকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অ্যাক্টিভেশন উই অটোমেটের হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট রায়হান রাজন। তিনি বলেন, ‘২০১৬ সালের ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন ব্যাপক সাড়া পাওয়ায় এ বছরও অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।’

উইমেন ইন ডিজিটালের উদ্যোক্তা আচিয়া খালেদা নীলা পরবর্তীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছা পোষণ করেন।

অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে ডেইলি স্টার এবং প্রযোজনায় আছে মাইক্রোসফট।

আনিকা জীনাত

*

*

Related posts/