Maintance

ডব্লিউসিআইটি সম্মেলনে তাইপেতে বিসিএস

প্রকাশঃ ৬:৪০ অপরাহ্ন, সেপ্টেম্বর ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ন, সেপ্টেম্বর ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তাইওয়ানের তাইপে নগরীতে ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি)’ সম্মেলনে অংশ নিতে গেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধি দল।

১০ থেকে ১৩ সেপ্টেম্বর সম্মেলনে যোগ দেবেন তারা। একই সঙ্গে এর সমান্তরালে আরও দুটি আন্তর্জাতিক সম্মেলন ‘অ্যাসোসিও আইসিটি সামিট’ এবং ‘৩৫তম অ্যাফ্যাক্ট প্লেনারি মিটিং’ সম্মেলনেও অংশ নেবেন।

প্রতিনিধি দলে রয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম, বিসিএস সভাপতি আলী আশফাক, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং টেলিযোগাযোগ বিভাগের সদস্যরা।

WCIT-Techshohor

তারা সর্বশেষ প্রযুক্তি ও ব্যবসায়ের নতুন-নতুন উদ্ভাবনী পণ্য ও ক্ষেত্র, চিন্তা, মতামত, নতুন পরিষেবা সৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণ ও নীতিমালা প্রণয়ের লক্ষে বহুমাত্রিক অনুষ্ঠান ও প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন।

ওই সম্মেলনে বাংলাদেশের নির্বাচিত চারটি প্রতিষ্ঠানকে অ্যাসোসিও পুরস্কার প্রদান করা হতে পারে।  এ ছাড়াও  ‘উইটসা অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ এবং অ্যাফ্যাক্ট কর্তৃক প্রবর্তিত ‘ই-এশিয়া অ্যাওয়ার্ডস’-এর বিভিন্ন ক্যাটেগরিতে প্রতিযোগিতার দৌঁড়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

সম্মেলনে প্রতিনিধি দল বেশ কয়েকটি সেমিনারেও অংশ নেবেন এবং তথ্যপ্রযুক্তি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে মতবিনিময় করবেন।

 আনিকা জীনাত

*

*

Related posts/