Maintance

টুইটারে পাওয়া যাবে দিলীপ কুমারের স্বাস্থ্যের খবর

প্রকাশঃ ১:২০ অপরাহ্ন, সেপ্টেম্বর ৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ন, সেপ্টেম্বর ৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রখ্যাত বলিউড তারকা অভিনেতা দিলীপ কুমারের স্বাস্থ্যের খবরের আপডেট এখন থেকে সামাজিক মাধ্যমে পাওয়া যাবে।

দিলীপ কুমারের কোটি ভক্ত রয়েছে সারা ভারতবর্ষ এমনকি বিশ্বব্যাপী। সেসব ভক্তরা এখন যাতে তার স্বাস্থ্যের খবর সম্পর্কে হালনাগাদ অবস্থায় থাকতে পারেন সেজন্য এমন আয়োজন করছে।

গত সপ্তাহে দিলীপ কুমার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকেই তার ভক্তদের উদ্বেগ বেড়ে যায়। তারা জানতে চান তার সর্বশেষ অবস্থা।

dilip-kumar-techshohor

আর ভক্তদের জন্যই দিলীপ কুমারের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা টুইটারে জানানো হবে বলে নিশ্চিত করেছেন তার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী। ফারুকী মূলত স্বাস্থ্য সম্পর্কিত মাউথশাট ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী।

Symphony 2018

ফারুকী জানান, তিনি এখন থেকে দিলীপ কুমারের টুইটারে তার স্বাস্থ্য পরীক্ষার আপডেট দেবেন।

এক পোস্টে ফারুকী লেখেন, একটি সুন্দর সন্ধ্যা কাটালাম দিলীপ সাহেবের সঙ্গে। তিনি খুব ভালো আছেন। প্রতিদিন বিকেল পাঁচটায় আমি তার স্বাস্থ্যের আপডেট পোস্ট করবো টুইটারে।

খুব শীঘ্রই দিলীপ কুমার নিজেই তার অ্যাকাউন্ট থেকে ভক্তদের সঙ্গে কথা বলবেন বলেও জানান ফারুকী।

সিনে জগতে আসার আগে দিলীপ কুমারের নাম ছিল মুহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের তৎকালীন ব্রিটিশ শাসিত পাকিস্থানের পাখতুনখাওয়ায় জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা।

পরে ফার্স্ট খান ও ট্রাজেডি কিং নামেও পরিচিতি পান ৯৪ বছর বয়স্ক তারকা অভিনেতা।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/