Maintance

গ‍্যালাক্সি এস৯ আসবে আগামী বছর জানুয়ারীতে

প্রকাশঃ ৬:০৮ অপরাহ্ন, সেপ্টেম্বর ৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ন, সেপ্টেম্বর ৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ‍্যালাক্সি এস সিরিজের পরবর্তী ফ্ল‍্যাগশিপ  ডিভাইস ‘এস ৯’ আগামী বছর জানুয়ারীতে উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ব্লগ অ্যান্ড্রয়েড হেডলাইনসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ‍্য জানা যায়।

সাধারণত প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে গ‍্যালাক্সি এস সিরিজের  ফ্ল‍্যাগশিপ ফোন বাজারে আনে স্যামসাং। তবে এবার আগেভাগেই আনতে পারে ডিভাইসটি।

ধারণা করা হচ্ছে, ইতোমধ‍্যে ‘স্টার’ কোড নামে এস৯’এর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এদিকে ফাঁস হওয়া তথ‍্য অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে পরবর্তী প্রজন্মের সুপার অ‍্যামলয়েড ডিসপ্লে। এছাড়া গরিলা গ্লাসের নতুন প্রযুক্তি ও এস৮ থেকেও উন্নতমানের ইনফিনিটি ডিসপ্লের দেখা মিলতে পারে এতে।

অপারেটিং সিস্টেমে থাকতে পারে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৮.০ ‘ওরিও’। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পেছনে মাঝখানে বসানো হতে পারে।

এতে ৮৩৫ এর নতুন আপডেট সংস্করণের প্রসেসর ‘ স্ন‍্যাপড্রাগন ৮৪৫’ ব‍্যবহার করা হতে পারে। এছাড়া থাকতে পারে ৮ জিবি র‍্যাম। এস৯ ডিভাইসটিতে সবচেয়ে বড় চমক হিসেবে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ফিচার যুক্ত হতে পারে।

চলতি বছরই বাজারে এসেছে গ‍্যালাক্সি এস ৮ ও নোট ৮। ডিভাইস দুটি বাজার মাতাচ্ছে, তাই এখন স্যামসাং ভক্তদের নজর রয়েছে এস৯’এর দিকে ।

অ্যান্ড্রয়েড হেডলাইনস অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/