HP Banner
Maintance

আইপিএলের স্পন্সর হতে চেয়েছিল ফেইসবুক

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০১৭, ০৬:০০ - আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০১৭, ১০:৩২

facebook-zakarbarg-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই দারুণ প্রচার। তাই বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো টি২০ এ টুর্নামেন্টের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে তুমুল আগ্রহী।

ভারতের বিশাল বাজারের কথা চিন্তা করে এবার আইপিএল ক্রেজের সঙ্গে নিজেদের যুক্ত করতে চেয়েছিল জনপ্রিয সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। তবে শেষ পর্যন্ত অবশ্য তাদের ভাগ্যে শিকা ছেড়েনি।

স্পন্সরশিপ পাওয়ার দৌঁড়ে সবাইকে পেছনে ফেলে দেয় স্টার ইন্ডিয়া কর্তৃপক্ষ। নিলামে জয়ী হয়ে আগামী পাঁচ বছরের জন্য তারা আইপিএলের মিডিয়া পার্টনারের স্বত্ব পেয়েছে।

bcci-ipl-auction-techshohor

আগামী দিনগুলোতে মিডিয়া পার্টনার হতে প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে ফোন অপারেটর কোম্পানিসহ প্রায় ১৪ কোম্পানি নিলামে অংশ নিতে দরপত্র জমা দেয়। এ তালিকায় ফেইসবুকও ছিল।

দরপত্র জমা দেওয়া বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিলো স্টার ইন্ডিয়া, সনি পিকচার্স, রিলায়েন্স জিও ডিজিটাল, টাইমস ইন্টারনেট,এয়ারটেল বিএসই,নিআইএন স্পোর্ট, সুপার স্পোর্ট, ইয়াপ টিভি, ইকোনেট মিডিয়া গ্রুপ, ডিএজেড এন, ফলো অন ইন্টারেক্টিভ, ওএসএন ও বিএএম টেক।

গত ২৮ আগস্ট পর্যন্ত নিলামের দরপত্র জমা নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড – বিসিসিআই।

আনিকা জীনাত

*

*

সর্বাধিক পঠিত