HP Banner
Maintance

অ্যান্ড্রয়েড গাড়ি আনছে মাহিন্দ্রা

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৭, ১২:০০ - আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০১৭, ১২:০০

Symphony 2018

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : যুগের সঙ্গে তাল মেলাতে বদ্ধপরিকর ভারতীয় গাড়ি নির্মাতা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।

তাদের সবচাইতে মূল্যবান এসইউভি গাড়িগুলোতে অ্যান্ড্রয়েড অটো, ইকোসেন্স ও কানেক্টেড অ্যাপস ফিচার যুক্ত করতে যাচ্ছে। বিষয়টি অবশ্য নিশ্চিত করেছে কোম্পানিটির এক জেষ্ঠ্য কর্মকর্তা।

প্রাথমিকভাবে তাদের এক্সইউভি৫০০ এসইউভিতে ইমার্জেন্সি কলের পাশাপাশি এসব ফিচার যুক্ত করা হলেও, দ্রুতই তা টিউভি৩০০ ও স্কর্পিও সিরিজেও পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড অটো মূলত গাড়ি চালনার সময় ড্রাইভারের মনযোগ রাস্তায় রাখতে ফোনের সকল প্রয়োজনীয় অ্যাপ, যেমন ফোনকল, মেসেজিং ও গান শোনার অ্যাপগুলো গাড়ির নিজস্ব স্ক্রিন বা হেডস আপ ডিসপ্লেতে দেখিয়ে থাকে। রিসিভ করা সকল মেসেজ পড়ে শোনায় ও ব্যবহারকারীকে কথা বলে উত্তর দেয়ার সুযোগ দিয়ে থাকে।

ইকোসেন্স রাস্তার অবস্থা, ড্রাইভিং স্টাইল ও অন্যান্য তথ্য একই সঙ্গে বিশ্লেষণ করে জ্বালানি ঠিক কত কিলোমিটার পর্যন্ত যাবে ও তা বাঁচানোর টিপস দেবে। দুর্ঘটনার ক্ষেত্রে নিজ থেকেই পুলিশ ও অন্যান্য সার্ভিস ডাকার ফিচারটির নাম দেয়া হয়েছে ইমার্জেন্সি কলিং।

এসকল ফিচার ছাড়াও আরও কিছু নিরাপত্তা বাড়ানোর ফিচার নিয়েও মাহিন্দ্রায় গবেষণা চালাচ্ছে বলে জানা গেছে।

এস এম তাহমিদ

*

*

সর্বাধিক পঠিত