Maintance

নতুন স্মার্টওয়াচ আনলো স্যামসাং

প্রকাশঃ ১:০৪ অপরাহ্ন, আগস্ট ৩১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ অপরাহ্ন, আগস্ট ৩১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন পরিধেয় ডিভাইস নিয়ে বাজারে হাজির হলো দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বার্লিনে শুরু হওয়া আইএফএ ট্রেড ফেয়ারে প্রতিষ্ঠানটি গিয়ার স্পোর্টস নামে একটি স্মার্টওয়াচ উন্মোচন করেছে।

ডিভাইসটিতে রয়েছে গোলাকার ১.২ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লে, যা ৩৬০*৩৬০ পিক্সেল রেজুলেশন সমৃদ্ধ। ডিসপ্লেটিকে আঘাত থেকে রক্ষা করতে এতে যুক্ত করা হয়েছে গরিলা গ্লাস ৩ প্রযুক্তি।

স্মার্টওয়াচটিতে৭৬৮ মেগাবাইট র‍্যামের পাশাপাশি রয়েছে ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও ডুয়েল কোর ১.০ গিগাহার্টজ চিপসেট।

৫০ গ্রাম ওজনের ডিভাইসটির পুরত্ব হলো ২৪.৯*৪৪.৬*১১.৬ মিলিমিটার। এতে  ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি, জিপিএস ইত্যাদি সুবিধাও রাখা হয়েছে। ব্যাকআপের জন্য থাকছে ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ডিভাইসটিতে ওয়্যারলেস চার্জিংয়েরও সুবিধা রয়েছে। জিপিএস চালু করা অবস্থায় টানা ১৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে।

ডিভাইসটি পানি নিরোধক হওয়ার3 ফলে এটি ৫০ মিটার পানির নিচে থাকলেও কাজ করবে। অ্যান্ড্রয়েড ৪.৩ থেকে শুরু করে সর্বশেষ সংস্করণ ও আইওএস ৯ থেকে শুরু করে সর্বশেষ সংস্করণে এটি ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটি কালো ও নীল রঙে বাজারে পাওয়া যাবে।

দ্য ভার্জ অবলম্বনে তুসিন আহমেদ

 

*

*

Related posts/