![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইমারদের জন্য এসরক ব্র্যান্ডের ফ্যাটালিটি বি৮৫কিলার মডেলের মাদারবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। জাপানের তৈরি শতভাগ প্রিমিয়াম গোল্ড ক্যাপাসিটর সমৃদ্ধ বি৮৫ চিপসেটের মাদারবোর্ডটি ইন্টেলের চতুর্থ প্রজন্মের এলজিএ১১৫০ প্রসেসর সমর্থন করে।
মাদারবোর্ডটিতে রয়েছে কোয়ালকম এথরস কিলারটিএম-গিগা ল্যানকার্ড, ৭:১ চ্যানেল এইচডি অডিও, এইচডি ডিসপ্লে আউটপুট, ৪টি ডিডিআর৩ ডুয়াল চ্যানেলে সর্বোচ্চ ৩২জিবি সমর্থিত মেমরি স্লট।
এছাড়া রয়েছে ৪টি সাটা৩, ২টি সাটা২, ২টি ইউএসবি ৩.০, ৩টি ইউএসবি ২.০, ২টি পিসিআই এক্সপ্রেস, ২টি মিনি পিসিআই এক্সপ্রেস ও ৩টি পিসিআই স্লট।
মাদারবোর্ডটির দাম ৯ হাজার ৯০০ টাকা। যোগাযোগ : ০২-৯৬১২৬২৯-৩০
– সংবাদ বিজ্ঞপ্তি থেকে তুহিন মাহমুদ