Maintance

স্যামসাং প্রধানের ৫ বছর কারাদণ্ড

প্রকাশঃ ৯:২২ অপরাহ্ন, আগস্ট ২৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ন, আগস্ট ২৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাংয়ের উত্তরসূরী ও প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জে ইয়ং লিকে পাঁচ বছরের কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার একটি আদালত এই রায় দিয়েছে। এর আগে গত ৭ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটরের পক্ষ থেকে জে ইয়ং লি’র ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছিল।

আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত শুক্রবার এই রায় দিয়েছেন।

ইয়ং লির বিরুদ্ধে দেশটির সাবেক প্রেসিডেন্টকে নিয়ম বর্হিভূতভাবে অর্থ দিয়ে সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল।

Jay-Y.Lee-samsung-techshohor

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি’র বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে নেয় আদালত। ঘটনার তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জে ইয়ং লি’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ঘুষ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল ২০১৬ সালে।

২০১৬ সালে দেশটির অভিসংশিত প্রেসিডেন্ট পার্ক জিউন হাই এর আটক বন্ধু চো সুন সিলের একটি ফাউন্ডেশন ও কোম্পানিকে দুটি প্রতিষ্ঠানের একীভূতকরণে ন্যাশনাল পেনশন ফান্ডের সমর্থন পাওয়ার জন্য প্রায় ২৫ দশমিক ৪৬ বিলিয়ন ডলার ঘুষ দেয়ার অভিযোগ করা হয় স্যামসাংয়ের বিরুদ্ধে।

স্যামসাং নোট ৭ বিস্ফোরণ ঘটনার পর আবার বাজারে ঘুরে দাঁড়িয়েছে এস৮ দিয়ে। আর সর্বশেষ ২৩ আগস্ট গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছে স্যামসাং। প্রত্যাশা নোট ৮ দিয়ে বাজারের রীর্ষস্থানটি ধরে রাখবে প্রতিষ্ঠানটি।

ইমরান হোসেন মিলন

 

*

*

Related posts/