Maintance

'রেপুটেশন' নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন সুইফট

প্রকাশঃ ১:৪৪ অপরাহ্ন, আগস্ট ২৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ন, আগস্ট ২৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফিরে এসেছেন মার্কিন সঙ্গীত শিল্পী টেইলর সুইফট। চলতি সপ্তাহে হঠাৎ করেই ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের ২৫ কোটি ভক্তকে রেখে তার সবগুলো পোস্ট মুছে ফেলা হয়।

তার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে নাকি তিনি নিজেই নতুন অ্যালবামের প্রচারণার কাজে অ্যাকাউন্টটি খালি করে ফেলেছেন তা নিয়ে ভক্তদের মধ্যে চলতে থাকে কানাঘুষা। অনেকেই ধরে নেন, এটি একটি পাবলিসিটি স্ট্যান্ট।

taylor-swift-techshohor

Symphony 2018

তাদের ধারণা যে ভুল নয় তা প্রমাণ করতেই কিনা তিনটি অ্যাকাউন্ট থেকেই তার নতুন অ্যালবামের প্রচারণা চালানো হয়। পোস্ট করা ভিডিও ও ছবিগুলো থেকে জানা যায় তার নতুন অ্যালবামের নাম ‘রেপুটেশন’। অ্যালবামটি মুক্তি পাবে ১০ নভেম্বর।

প্রথমে ইনস্টাগ্রামে তিনি একটি সাপের ভিডিও পোস্ট করেন। এতে লাইক পড়ে ৭৭ লাখ। পরে অ্যালবামের নামসহ তিনি নিজের একটি সাদা কালো ছবি দেন। ১৪ ঘণ্টা আগে পোস্ট করা সেই ছবিতে লাইক পড়েছে ১৬ লাখ।

আনিকা জীনাত

*

*

Related posts/