Maintance

হ্যাশট্যাগ ব্যবহারের ১০ বছর

প্রকাশঃ ১:২৪ অপরাহ্ন, আগস্ট ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ন, আগস্ট ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সমসাময়িক কোনো ঘটনা ভাইরাল হওয়া মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগের ছড়াছড়ি। ডিজিটাল এই সংকেতের প্রথম ব্যবহার শুরু হয়েছিলো টুইটারে।

সাবেক গুগল ও উবারের প্রকৌশলী ক্রিস মেসিনা সর্বপ্রথম হ্যাশট্যাগ দিয়ে টুইট লেখেন। ট্যাগ করার অপশন হিসেবে বা কোনো বিষয়কে সবার নজরে আনতে হ্যাশট্যাগটি তিনি ২০০৭ সালে আজকের দিনেই ব্যবহার করেছিলেন।

সেই উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে টুইটার ব্যবহার করছে ‘#হ্যাশট্যাগ১০’।

chris-hashtag-techshohor
ক্রিস মেসিনা

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বহুল ব্যবহৃত হ্যাশট্যাগ যুক্ত শব্দ হচ্ছে নোটিশিয়াস। স্প্যানিশ এই শব্দের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হয় ৯ হাজার বার। চলতি বছর টুইটারে ৩০ কোটি হ্যাশট্যাগ যুক্ত পোস্ট টুইট করা হয়েছে।

টুইটারের যুক্তরাজ্যের ম্যানেজিং ডিরেক্টর দারা নাসর বলেছেন,গত ১০ বছরে হ্যাশট্যাগ প্রতীকটি ডিজিটাল ভাষায় পরিণত হয়েছে।

টুইটারের পথ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইনস্টাগ্রামেও হ্যাশট্যাগের প্রচলন শুরু হয়।

আরব বসন্ত হোক বা আইসবাকেট চ্যালেঞ্জ, প্রতিটি ঘটনা ভাইরাল হওয়ার পেছনে হ্যাশট্যাগের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়।

আনিকা জীনাত

*

*

Related posts/