Maintance

রেডমি নোট ৫এ উন্মোচন

প্রকাশঃ ৩:৪০ অপরাহ্ন, আগস্ট ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ অপরাহ্ন, আগস্ট ২২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী মূল্যে নতুন ফোন নিয়ে বাজারে হাজির হলো শাওমি। প্রতিষ্ঠানটি আশা করছে ‘রেডমি নোট ৫এ’ নামে ডিভাইসটি আগের নোট সিরিজের সংস্করণগুলোর মতো বাজার মাতাবে।

৫ দশমিক ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লের ফোনটির রেজুলেশন হলো ১০৮০×১৯২০ পিক্সেল, যা ৪০১ পিপিআই ডেনসিটি সমৃদ্ধ।

ফোনটিতে অক্টা কোর কটেক্স এ৫৩ সিপিইউ। সঙ্গে রয়েছে কোয়ালকম এমএসএম৮৯৪০ স্ন‍্যাপড্রাগন ৪৩৫ চিপসেট। গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে অ‍্যান্ড্রেন ৫০৫ জিপিইউ।

ডিভাইসটি র‍্যাম ও স্টোরেজের উপর নির্ভর করে দুইটি সংস্করণে বাজারে পাওয়া যাবে। ৩ ও ৪ জিবি র‍্যামের সংস্করণে যথাক্রমে থাকবে ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে এতে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করা যাবে।

Symphony 2018

অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ‍্যান্ড্রয়েড ৭.০ এর কাস্টম এমআইইউআই ৯.০।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। যা দিয়ে এইচডি ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

মেটাল বডির ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে, এফএম রেডিও, ওয়াইফাই, ব্লুটুথ, ইত‍্যাদি সুবিধা।

৩ হাজার ৮০ মিলিঅ‍্যাম্পিয়ার ব্যাটারি সম্বলিত ফোনটির মূল‍্য নির্ধারণ করা হয়েছে ৬৯৯ ইউয়ান।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/