Maintance

গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান এক্সের প্রি-অর্ডার শুরু

প্রকাশঃ ১১:১২ পূর্বাহ্ন, আগস্ট ২১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ন, আগস্ট ২১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর:  শক্তিশালী গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান এক্সের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে মাইক্রোসফট।

অনলাইনে ও অফলাইন দুভাবেই এক্সবক্স ওয়ানের অর্ডার নেওয়া হবে। অ্যামাজন, ওয়ালমার্ট, বেস্ট বাই, টার্গেট ও মাইক্রোসফটের ইরিটেইল ওয়েবসাইটে গিয়ে গেইমিং কনসোলটি প্রি অর্ডার করা যাবে।

৪কে আল্ট্রা এইচডি রেজুলেশনের ডিসপ্লে যুক্ত এক্সবক্স ওয়ান এক্সে এক মিনিটে ৬০টি ফ্রেম চলবে।

Xbox-One-X-techshohor

মাইক্রোসফট হার্ডকোর গেইমারদের জন্য সীমিত আকারে এক্সবক্স ওয়ান এক্সের আরেকটি সংস্করণ প্রজেক্ট স্করপিও বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এর ডিজাইন কিছুটা আলাদা হবে। এই সস্করণে কোনো এলসিডি ডিসপ্লে রাখা হয়নি।

এক্সবক্স ওয়ান এক্সের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে তা সনির প্লেস্টেশন ৪প্রোয়ের সঙ্গে টেক্কা দিতে পারে।

গত জুন মাসে লস অ্যাঞ্জেলেসের ই৩ এক্সপোতে এক্সবক্স ওয়ান এক্স গেইমিং কনসোলটি উন্মোচন করা হয়। এটি বাজারে ছাড়া হবে ৭ নভেম্বর। এর দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার বা ৩৯ হাজার ৯০২ টাকা।

দ্য ভার্জ অবলম্বনে আনিকা জীনাত

 

*

*

Related posts/