Maintance

নতুন ফোন 'শাওমি এ১' হবে অ্যান্ড্রয়েড ওয়ান চালিত!

প্রকাশঃ ১০:০০ অপরাহ্ন, আগস্ট ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:০০ অপরাহ্ন, আগস্ট ২০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ‍্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম চালিত নতুন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে শাওমি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাজার লক্ষ‍্য করে ডিভাইসটি আনা হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ‍্য। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে শাওমি।

জানা যায়, ওয়ান ওএস চালিত ডিভাইসটির নাম হতে পারে ‘শাওমি এ১’। ডিজাইন ও কনফিগারেশন হতে পারে এমআই ৫এক্সের মত। ডিভাইসটিতে থাকতে পারে সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন হবে ১০৮০×১৯২০ পিক্সেল। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ও ৩ জিবি র‍্যাম থাকতে পারে ফোনটিতে।

২০১৪ সালে ইন্টারনেট জায়ান্ট গুগল অ‍্যান্ড্রয়েড ওয়ান ওএস উন্মুক্ত করেছিল। প্রতিষ্ঠানটি লক্ষ‍্য ছিলো ওএসটি সাশ্রয়ী দাম ও কম কনফিগারেশন ডিভাইসে অ‍্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ হিসেবে ব‍্যবহারের সুবিধা দেওয়া।

এর আগে অবশ্য ভারতের মাইক্রোম‍্যাক্স, স্পাইস ও কার্বন ব্র‍্যান্ডগুলো পূর্বে ওয়ান চালিত ডিভাইস বাজারে এনেছিল।

এদিকে কয়েকদিন আগেই রেডমি নোট ৪ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের অন্ধ্র প্রদেশে বসবাসকারী  সূর্যকিরণ নামে এক ব‍্যক্তি ডিভাইসটি পকেট নিয়ে বাইক চালানো সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। অতিরিক্ত চাপের ফলে ডিভাইসটি বিস্ফোরণ হয়েছে বলে শাওমি দাবি করেছে। তবে ভারত উঠতি বাজার হওয়ায় এর তদন্ত কাজ খুব জোরেশোরেই শুরু করেছে শাওমি।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/