Maintance

সাড়া দিতে বাধ্য করবে 'দ্য ড্যাড' অ্যাপ

প্রকাশঃ ৯:০০ অপরাহ্ন, আগস্ট ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ন, আগস্ট ২০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক সময়ই কিশোর-কিশোরীরা মোবাইলে গেইম খেলতে বা চ্যাটিং করতে এতেই ব্যস্ত হয়ে পড়ে যে ডেকেও তাদের সাড়া পাওয়া যায় না।

বাড়ির বাইরে গেলেও তারা ফোন ধরে না বা এসএমএস দেখে না। এ কারণে প্রায়ই অভিভাবকরা চিন্তায় পড়ে যান।

এই সমস্যার সামাধান বের করেছেন যুক্তরাজ্যের ওয়েস্ট উইকহামের বাসিন্দা নিক হারবার্ট। তিনি তার বাচ্চাদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে একটি অ্যাপ বানিয়েছেন।

অ্যাপটির নাম দিয়েছেন রিপ্লাইএএসএপি (এজ সুন এস পসিবল)। ইতিমধ্যেই অ্যাপটি পরিচিতি পেয়েছে দ্য ড্যাড অ্যাপ নামে।

Dad-app-techshohor

এর প্রধান বৈশিষ্ট্যই হলো এর ব্যবহারকারীকে অতিষ্ঠ করে তোলা। এটি ব্যবহারকারীদের ফোনে একটি অ্যালার্ম সেট করে দেবে। যতক্ষণ পর্যন্ত না ম্যাসেজের উত্তর দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যালার্মটি বাজতেই থাকবে পাশাপাশি ফোনের সব ফিচারও লক হয়ে যাবে।

সময় যত গড়াবে এর ভলিউমও ততটাই তীব্রতর হবে। এতে বাচ্চারা অনেকটা বাধ্য হয়েই এসএমএসের জবাব দেবে।

অ্যাপটি ব্যবহার করতে চাইলে অভিভাবক ও সন্তান দুজনের মোবাইলেই এটি ইন্সটল করতে হবে। কম বয়সী ছেলে-মেয়েরা অ্যাপটি ব্যবহার করতে আগ্রহী হবে না তা থেকেই জানতেন নিক হারবার্ট। এ কারণেই হয়তো প্লেস্টোরে অ্যাপটির রেটিং ২ দশমিক ৬।

দ্য ইকোনোমিক টাইমস অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/