Maintance

স্মিথের ভিডিওতে ট্রেনের ছাদে মানুষের কথা

প্রকাশঃ ৪:২০ অপরাহ্ন, আগস্ট ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ন, আগস্ট ২০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ‘যখন সব কামরা পূর্ণ হয়ে যায় তখন আর কী বা করার থাকে’? সেটাই তো কী করার থাকে তখন!

কাজের প্রয়োজনে ঢাকার মানুষদের ট্রেনে চেপে বসতে হয় কর্মস্থলে ছুটার জন্য। আর ট্রেনের ছাদে এমন শত মানুষকে দেখে এমনই অনুভূতি ব্যক্ত করেছেন অস্ট্রেলিয় ক্রিকেটার ও অধিনায়ক স্টিভ স্মিথ।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত শুক্রবার রাতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলটি উঠেছে র‍্যাডিসন ব্লু হোটেলে। সেই হোটেলের জানালা থেকে পাশের রেল লাইনে ট্রেন চলাচলের একটি ভিডিও করেছেন স্টিভ স্মিথ।

stevesmithreutersl-techshohor

সেই ভিডিওটিতে দেখা যায়, ট্রেন যাচ্ছে আর ট্রেনের ছাদে বসা শত মানুষ। পরে ১৩ সেকেন্ডের ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্মিথ। সেখানেই আবেগ প্রকাশ করেছেন তিনি, ‘যখন সব কামরা পূর্ণ হয়ে যায় তখন আর কী বা করার থাকে’?

Symphony 2018

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে এক লাখের বেশি লাইক পড়েছে। আর মন্তব্য করেছে হাজার খানেক। যার বেশিরভাগই বাংলাদেশের মানুষ। যারা স্টিভ স্মিথকে ফলো করেন।

ইতোমধ্যে ভিডিওটি ইনস্টাগ্রাম হয়ে ইউটিউব এ ফেইসবুকে ছড়াতে শুরু করেছে।

আগামী ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আরম্ভ হবে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

ইমরান হোসেন মিলন

 

*

*

Related posts/