Maintance

গুগল, ফেইসবুক, ইনস্টাগ্রাম থেকে গেইম সরাতে হবে

প্রকাশঃ ১০:০৯ অপরাহ্ন, আগস্ট ১৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ অপরাহ্ন, আগস্ট ১৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট ও সামাজিক জায়ান্ট গুগল, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মাইক্রোসফটকে তাদের প্লাটফর্ম থেকে একটি ‘গেইম’ সরানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার।

ব্লু’ হুইল চ্যালেঞ্জ নামের গেইমটি’ যত দ্রুত সম্ভব সরানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। গেইমটির বিরুদ্ধে অভিযোগ, সেটি শিশুদের আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করছে।

এক নির্দেশনায় ভারতের ইলেক্ট্রনিক্স ও আইটি মন্ত্রণালয় বলেছে,  ব্লু’ হুইল চ্যালেঞ্জ গেইমটি শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়াচ্ছে এবং এটির ব্যাপারে ভারত সরকার এখন খবুই উদ্বিগ্ন। এছাড়াও গেইমটি ইন্টারনেটে এতোটাই সহজলভ্য যে যে কেউই যে কোনো সময় এটি পেতে পারেন।

Blue-Whale-Game-Techshohor

আসলে এটি প্রকৃত পক্ষে কোনো ভিডিও গেইম নয়। এটি মূলত শিশুদের একটি নির্দিষ্ট বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দেয়। এজন্য অনেক শিশুকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়, এমন কি এটি তাদের একপর্যায়ে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

Symphony 2018

এজন্য সরকারের পক্ষ থেকে গুগল, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মাইক্রোফটকে এমন গেইম তাদের প্লাটফর্ম ব্যবহার করে কেউ যেনো খেলতে না পারে এজন্য ব্যবস্থা নিতে বলেছে।

এই নির্দেশের কপি একই সঙ্গে স্বরাষ্ট্র এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।

এছাড়াও গেইমটির ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নিতেও বলেছে সরকারের ওই মন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ইমরান হোসেন মিলন

 

*

*

Related posts/