Maintance

চলতি মাসেই শাওমির নতুন ফোন

প্রকাশঃ ৩:২৭ অপরাহ্ন, আগস্ট ১৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১২ অপরাহ্ন, আগস্ট ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি মাসে নতুন আরেকটি ফোন আনছে চীনের অ্যাপল খ্যাত শাওমি। ২১ আগস্ট ‘রেডমি নোট ৫এ’ নামে ফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে ফোনটির ছবি ও তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য ।

ফাঁস হওয়া তথ্যমতে, ৫.৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে থাকতে পারে স্ন‍্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। ৩ ও ৪ জিবি র‍্যামের সংস্করণে বাজারে মিলবে এটি। এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ‍্যান্ড্রয়েড ৭.১ নোগাট। সঙ্গে থাকতে পারে ১৬ জিবির ইন্টারনাল মেমোরি।

ছবি তোলার জন্য পিছনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ক‍্যামেরা। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট  ক্যামেরা।

ডিভাইসটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি শাওমি।

উল্লেখ্য শাওমির নোট ৪ ডিভাইসটি বাজারে বেশ সাড়া ফেলেছিলো। শুধুমাত্র ভারতের বাজারে প্রায় ৪০ লাখ ইউনিট বিক্রি হয়েছিলো ডিভাইসটি। ধারণা করা হচ্ছে বিক্রির ধারাবাহিকতা বজায় রাখতেই নতুন ডিভাইসটি আনতে যাচ্ছে শাওমি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/