Maintance

'গিয়ার স্পোর্টস' আনছে স্যামসাং

প্রকাশঃ ১০:১০ অপরাহ্ন, আগস্ট ১৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ন, আগস্ট ১৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সামনে মাসেই আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৮। এর আগে নোট ৭ কেলেঙ্কারি নিয়ে বেশ চাপে ছিল প্রতিষ্ঠানটি। তাই সবার নজর এবার নোট ৮ এর দিকে।

তবে দক্ষিণ কোরিয়া ব্র্যান্ডটি শুধু স্মার্টফোনেই নজর দিচ্ছে না। এর পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্যের দিকেও সমান নজর দিচ্ছে। সে জন্য চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসছে ডিভাইসটির। যা উন্মুক্ত হতে পারে নোট ৮ এর সঙ্গে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ‘গিয়ার স্পোর্টস’ নামে নতুন পরিধেয় ডিভাইস ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) অনুমোদন পেয়েছে।

এসএম-আর৩৬৫ মডেল নম্বর হিসেবে স্যামসাং ডিভাইসটি নিয়ে কাজ করছে। এই ফিটনেস ব্যান্ডটিতে থাকবে ব্লটুথ, ওয়াইফাই সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে টাইজেন। এটি ফিটনেস ডিভাইস হলেও একই সাথে স্মার্টওয়াচের কাজ করবে। এছাড়া থাকবে পানিরোধক সুবিধা।

তবে ডিভাইসটির বিস্তারিত কনফিগারেশন ও ডিসপ্লের আকৃতি নিয়ে কিছু তথ্য প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি স্যামসাং কর্তৃপক্ষ।

চলতি মাসে ২৩ তারিখ নোট ৮ ডিভাইসের ঘোষণা দেবে স্যামসাং। ফোনটিতে থাকতে পারে এক্সিনস৮৮৯৫ কিংবা স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেটের প্রসেসর। ৬ জিবি র‍্যামের পাশাপাশি এতে থাকতে পারে ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/