Maintance

মাইক্রোসফটের সারফেস ফোনের নকশা প্রকাশ

প্রকাশঃ ৯:০০ অপরাহ্ন, আগস্ট ১৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ন, আগস্ট ১৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের সারফেস ফোন সম্পর্কে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। ফোনটির পেটেন্ট চেয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারীতে ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেড মার্ক অফিসের (ইউএসপিটিও) কাছে আবেদন করে মাইক্রোসফট।

পেটেন্টির টাইটেল হচ্ছে, কভার অব ডিভাইস অ্যাক্টিং এজ অ্যান্টিনা অব দ্য ডিভাইস।

Surface-phone-techshohor

গত বৃহস্পতিবার আবেদনপত্রটি প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, প্রচলিত ফোনগুলোর মতো এতে ডায়ালেটিক লাইন থাকবে না। এর পুরো মেটালিক কভারই অ্যান্টিনা হিসেবে কাজ করবে। পাশাপাশি  ফোনটির দুই দিকেই লম্বা রেখার অ্যান্টিনা থাকবে।

ব্যবহারকারীরা অনেক সময়ই ফোন ভুলভাবে ধরে থাকেন। এতে ফোনে নেটওয়ার্ক পেতে সমস্যা হয়। মূলত এই সমস্যার সমাধান করতেই ফোনটির মেটালিক কভারেও অ্যান্টিনা রাখা হয়েছে।

তবে যিনি এই পেটেন্টটির জন্য আবেদন দাখিল করেছিলেন, তিনি আর মাইক্রোসফটের হয়ে কাজ করছেন না। তাই মাইক্রোসফট ফোনটি বাজারে আনছে কিনা সেবিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

আনিকা জীনাত

 

*

*

Related posts/