Maintance

প্রিমো জিএম২ প্লাসের নতুন সংস্করণ এনেছে ওয়ালটন

প্রকাশঃ ৫:০৯ অপরাহ্ন, আগস্ট ১৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ন, আগস্ট ১৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  ঈদুল আযহা উপলক্ষে ‘প্রিমো জিএম২’ এর  মডেলের নতুন সংস্করণ বাজারে এনেছে ওয়ালটন।  নতুন সংস্করণের ফোনটির নাম দেওয়া হয়েছে ‘প্রিমো জিএম২ প্লাস’। যাতে বাড়ানো হয়েছে র‌্যাম, স্টোরেজ ও ক্যামেরার মান।

ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, নতুন মডেলে র‌্যাম বাড়িয়ে ২ গিগাবাইট করা হয়েছে। ইন্টারনাল স্টোরেজ রাখা হয়েছে ১৬ গিগাবাইট। যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে আছে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ফ্রন্টে থাকছে  ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

Walton-GM2-techshohor

৫ ইঞ্চির ফোনটিতে আছে ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। সঙ্গে আছে ১ দশমিক ৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ডুয়াল সিম সুবিধার ফোনটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে। অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে বিশেষ ফিচার হিসেবে আছে মিরা ভিশন টেকনোলজি।

ফোনটি কালো, সোনালি ও কফি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ধরা হয়েছে ৮ হাজার ৩৫০ টাকা।

আনিকা জীনাত

*

*

Related posts/