Maintance

গ্রুপস অ্যাপ বন্ধ করছে ফেইসবুক

প্রকাশঃ ৩:১৮ অপরাহ্ন, আগস্ট ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ন, আগস্ট ১২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রুপস অ্যাপটি প্লেস্টোর থেকে সরিয়ে নিয়েছে ফেইসবুক। একইসঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের পর থেকে অ্যাপটির ব্যবহারকারীরা এতে লগ ইন করতে পারবেন না।

এখন থেকে ফেইসবুক গ্রুপে ঢুকতে হলে আগে ফেইসবুকে লগ ইন করতে হবে। এরপর হোমপেইজে গিয়েই ফেইসবুক গ্রুপস ফিচারটি ব্যবহার করা যাবে।

অ্যাপটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে ফেইসবুক এক বিবৃতিতে বলেছে, তারা ফেইসবুকের মূল পাতায় সবাইকে একসঙ্গে দেখতে চায়।

facebook-groups-app-techshohorআসলে ফেইসবুক তার মূল ওয়েবসাইট থেকেই বিজ্ঞাপনের অর্থ পেয়ে থাকে। তাই তারা চাইছে সব ব্যবহারকারীরা যাতে ফেইসবুকের মূল ওয়েবসাইটের মধ্য দিয়েই গ্রুপে প্রবেশ করে।

গ্রুপস অ্যাপটিতে প্রতিমাসে ৭০ কোটি ব্যবহারকারী ভিজিট করলেও এটি কখনওই ফেইসবুকের ম্যাসেঞ্জার অ্যাপটির মতো সফল ছিলো না। একইসঙ্গে এর রেটিংও খুব কমে যাচ্ছিল। গত বছরের শেষ ভাগের পর অ্যাপটি আর আপডেট করেনি ফেইসবুক।

তাই গত মাসে ২ লাখ ৫০ বার এটি ডাউনলোড হওয়ার পরেও অ্যাপস্টোর ও প্লেস্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে।

ম্যাসেবল অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/