Maintance

ইনস্টাগ্রামের নতুন সদস্য বিল গেটস

প্রকাশঃ ১১:০৮ পূর্বাহ্ন, আগস্ট ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৮ পূর্বাহ্ন, আগস্ট ১২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলেছেন। অ্যাকাউন্টটি খোলার ১১ ঘণ্টার মধ্যে তার ফলোয়ার হয়েছেন সাড়ে ২৫ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী।

তার অ্যাকাউন্টের ইউজার নেম তিনি দিয়েছেন দিসইজবিলগেটস। নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘এখানে এমন কিছু শেয়ার করছি যেগুলো আমি আমার ফাউন্ডেশন ও অন্যখানে কাজের মাধ্যমে শিখছি’।

তার দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের কাজে বর্তমানে তিনি তাঞ্জানিয়ায় অবস্থান করছেন।ছবিটি তিনি সেখান থেকেই পোস্ট করেছেন।

bill-gates-tanzania-techshohor

ছবিটিতে লাইক পড়েছে ১০ হাজার ২ শ’ ৬৮টি। কমেন্ট পড়েছে ৯৪৪ টি।

এর আগে, গত ২০ জুলাই অ্যামাজনের সিইও জেফ বেজসও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন।

সম্প্রতি বিল গেটসকে টপকে তিনি কয়েক ঘণ্টার জন্য শীর্ষ ধনীর খেতাব পেয়েছিলেন। পরে অ্যামাজনের শেয়ারের মূল্য হ্রাস পাওয়ায় বিল গেটস তার পুরানো স্থান ফিরে পান।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/