Maintance

এবার ব্যাকগ্রান্ডের রঙ বদলানো যাবে হোয়াটসঅ্যাপে

প্রকাশঃ ৮:১০ অপরাহ্ন, আগস্ট ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ন, আগস্ট ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকের স্ট্যাটাস ফিচারের মতোই ব্যাকগ্রাউন্ডে রঙ পাল্টানো ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

চ্যাটিং অ্যাপটি ফেইসবুক স্ট্যাটাসে যেমন অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি বাছাইয়ের সুযোগ থাকে তেমনটিই সুযোগ থাকছে নতুন এই ফিচারে।

অ্যাপের ডানদিকে পেন্সিল আইকন চেপে গ্রাহক হোয়াটসঅ্যাপে ভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

প্রাথমিকভাবে সব গ্রাহকের জন্য আপডেট দেয়নি হোয়াটসঅ্যাপ।

WhatsApp-cheats-and-tricks-techshohor

সম্প্রতি টেক্সট স্ট্যাটাস ফিচার ফিরিয়ে এনেছে চ্যাটিং অ্যাপটি। ফেইসবুক স্টোরিজের মতো ‘স্ট্যাটাস’ চালু করার পর এটি বন্ধ করে দিয়েছিল হোয়াটসঅ্যাপ।

২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে মেসেজিং অ্যাপটি অধিগ্রহণ করে ফেইসবুক।

সম্প্রতি ১৩০ কোটি মাসিক সক্রিয় গ্রাহকের হিসাব দিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন ৪৫০ কোটি ছবি শেয়ার করা হয় এর মাধ্যমে। আর বর্তমানে ৬০টি ভাষা সমর্থন করে এটি।

আগের বছর অ্যাপটিতে ভিডিও কল, স্ট্যাটাস এবং দুই স্তরের যাচাইকরণ ফিচার যোগ ও নকশা পরিবর্তন করায় গ্রাহক সংখ্যা বেড়েছে প্রতিষ্ঠানটির। এর আগে অ্যাপটির মাসিক সক্রিয় গ্রাহক ছিল ১০০ কোটি।

আইএএনএস অবলম্বনে

*

*

Related posts/