Maintance

লেনোভোর যে কটি ফোন নোগাট আপডেট পাচ্ছে না

প্রকাশঃ ৬:৫৬ অপরাহ্ন, আগস্ট ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ন, আগস্ট ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লেনোভোর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি। সম্প্রতি লেনোভোর সফটওয়্যার আপডেট পেইজে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির যে সকল ডিভাইসে অ্যান্ড্রয়েড নোগাট আপডেট দেয়া হবে না তা তুলে ধরা হয়েছে।

এই তালিকায় রয়েছে গুগলের প্রথম ট্যাঙ্গ ফোন লেনেভোর ফ্যাব টু প্রো। এছাড়া রয়েছে ফ্যাব প্লাস,ফ্যাব২ এবং ফ্যাব২ প্লাস।

স্মার্টফোনের পাশাপাশি গত বছর বাজারে আসা লেনোভোর দুইটি ট্যাবলেটে মিলবে না অ্যান্ড্রয়েড নোগাট আপডেট। লেনেভো ট্যাব৩ ৭ এসেনশিয়াল এবং ট্যাব৩ ১০ বিজনেস মডেলের ট্যাব দুইটি বাজারে আসার সময় অপারেটিং সিস্টেম ছিলো অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ।

যদিও পরবর্তীতে ট্যাব৩ ১০ বিজনেস অ‍্যান্ড্রয়েড ৬.০’তে আপডেট পেয়েছিলো। তবে বর্তমান ঘোষণা অনুযায়ী নতুন কোন আপডেট মিলবে না ট্যাব দুটিতে।

ফ্যাব সিরিজের ফোনগুলোতে নোগাট আপডেট না দেয়াতে হতাশ হয়েছে লেনেভোর অনেক স্মার্টফোন ব্যবহারকারী। পর্যাপ্ত কনফিগারেশন থাকার পরেও কেনো ডিভাইসগুলোতে আপডেট দেয়া হবে না এই সম্পর্কে কোনো মন্তব্য করেনি লেনেভো কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/