Maintance

ফেইসবুকে ভিডিও দেখাতে আসছে 'ওয়াচ'

প্রকাশঃ ১২:২৪ অপরাহ্ন, আগস্ট ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ন, আগস্ট ১০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউব, নেটফ্লিক্স ও টেলিভিশনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ওয়াচ নামে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে ফেইসবুক।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভিডিও ট্যাব নামে যে ফিচার রয়েছে তারই পরিবর্তিত ভার্সন ওয়াচ।

এ ব্যাপারে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ওয়াচে রিয়েলিটি শো, খেলা কিংবা কমেডি শোও দেখা যাবে। ওয়াচের কিছু ভিডিও তৈরি করবেন পেশাদার ভিডিও নির্মাতারা। বাকি ভিডিওগুলো তৈরি হবে ফেইসবুক ব্যবহারকারীদের দ্বারা।

এতে ফেইসবুকের নিউজ ফিডের ভিডিওই শুধু নয় বাইরের ভিডিওগুলোও দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে এতে ওয়াচলিস্টও তৈরি করে নিতে পারেন। ওয়াচলিস্ট তৈরি করার মাধ্যমে ব্যবহারকারীরা পেইজের প্রথম দিকেই নিজেদের পছন্দের অনুষ্ঠানগুলোর ভিডিও দেখতে পারবেন।

facebook-handout-techshohor

এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেরই কিছু ব্যবহারকারী ওয়াচ ফিচারটি ব্যবহার করতে পারছেন। ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত করা হবে ‘ওয়াচ’।

ফিচারটিতে সবচেয়ে বেশি আলোচিত ভিডিওগুলো দেখার জন্য ‘মোস্ট টকড অ্যাবাউট’ নামে একটি সেকশন থাকবে।

বন্ধুরা কি দেখছে তা জানানোর জন্য থাকবে ‘হোয়াট ফ্রেন্ডস আর ওয়াচিং’ সেকশন। কোন ভিডিও দেখে ফেইসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি হা হা প্রতিক্রিয়া জানিয়েছেন তা জানার জন্য থাকবে ‘হোয়াটস মেকিং পিপল লাফ’ সেকশন।

ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, ট্যাব ও  টিভি অ্যাপ থেকে ওয়াচের ভিডিওগুলো দেখা যাবে।

নিউজ রুম ডট এফবি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/