Maintance

ইনস্টাগ্রাম লাইভে একসঙ্গে দুজন

প্রকাশঃ ৯:০০ অপরাহ্ন, আগস্ট ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ন, আগস্ট ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলল :  ইনস্টাগ্রামে এখন দুইজন ব্যক্তি একসঙ্গে লাইভে আসতে পারবেন।  পরীক্ষামূলকভাবে ফিচারটি এখন শুধু কিছু সংখ্যক মানুষই ব্যবহার করতে পারছেন।

ফিচারটি ব্যবহার করে কোনো ব্যক্তি লাইভে আসলে স্ক্রিনের ডানদিকের নিচের অংশে একটি আইকন দেখানো হবে। সেখানে থাকা অ্যাড অপশনে ক্লিক করে যারা লাইভ ভিডিওটি দেখছেন তাদের মধ্য থেকে একজনকে ভিডিওতে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাঠানো যাবে।

Instagram-live-techshohor

Symphony 2018

আমন্ত্রণ গ্রহণ করা বন্ধু লাইভে যুক্ত হলেই স্ক্রিনের সমান অংশজুড়ে তাদের ভিডিও একসঙ্গে দেখা যাবে। চাইলে লাইভে যুক্ত হওয়া ব্যক্তিকে বিদায় জানিয়ে আরেকজন নতুন বন্ধুকেও লাইভে যুক্ত করা যাবে।

লাইভ ভিডিওটি শেষ হলে ব্যবহারকারী চাইলে তা ২৪ ঘণ্টার জন্য ইনস্টাগ্রাম স্টোরিজে সেইভ করতে পারেন অথবা মুছেও ফেলতে পারেন।

আপাতত ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে তাই এখনো এটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি।আগামী কয়েক মাসের মধ্যে সারা বিশ্বের ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছেই ফিচারটি পৌঁছে যাবে।

সিনেট অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/