Maintance

ফেইসবুক পেরেছে, পারেনি টুইটার

প্রকাশঃ ১২:৪৮ অপরাহ্ন, আগস্ট ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ন, আগস্ট ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জার্মানির এক দেওয়াল চিত্রকর হ্যামবার্গ শহরে অবস্থিত টুইটার অফিসের সামনে বিদ্বেষমূলক টুইট পোস্ট এঁকে রেখেছেন।

টুইটারে তিনি বিদ্বেষমূলক মন্তব্য দেখতে বাধ্য হয়েছেন তাই তাদেরকেও এইসব কমেন্ট দেখতে বাধ্য করেছেন নিজের আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়ে।

কারণ গত ছয় মাসে তিনি অন্তত ৩শ’টি বিদ্বেষমূলক পোস্ট নিয়ে টুইটারের কাছে রিপোর্ট করেন। এর মধ্যে টুইটার মাত্র ৯ টি পোস্ট মুছে ফেলে। একইসঙ্গে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, পোস্টগুলোতে এমন কিছু পাওয়া যায়নি যা টুইটারের নিয়ম লঙ্ঘন করেছে। বাকি পোস্টগুলো সরানোর ব্যাপারেও টুইটার কোনো উদ্যোগ নেয়নি।

মনের ক্ষোভ থেকেই চিত্রশিল্পী সাহাক শাপিরা টুইটার অফিসের প্রবেশ মুখে ৩০ টি বিদ্বেষমূলক কমেন্ট স্প্রে দিয়ে লিখে রাখেন।

একই সময়ের মধ্যে তিনি ফেইসবুকেও ১৫০টি কমেন্টের ব্যাপারে রিপোর্ট করেন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ কমেন্টই মুছে ফেলতে সক্ষম হয় ফেইসবুক। তাই তার অভিযোগ সব টুইটারকে ঘিরে।

তিনি বলেছেন, টুইটার তাদের সাইট থেকে উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য ডিলিট করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী যেমন মুসলমান, ইহুদি ও কৃষ্ণাঙ্গরাই টুইটার ব্যবহারকারীদের রোষের শিকার হচ্ছেন।

আনিকা জীনাত

*

*

Related posts/