Maintance

ড্যাফোডিল জাপান ইনস্টিটিউট অব টেকনোলজি উদ্বোধন

প্রকাশঃ ৬:৪৯ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তি শিক্ষায় রাজধানীতে একটি ইনস্টিটিউট খোলা হয়েছে। ড্যাফোডিল গ্রুপ এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনের ৭ম তলায় ড্যাফোডিল জাপান ইনস্টিটিউট অব টেকনোলজি (ডিজেআইটি) নামের এ ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে ডিজেআইটির উদ্বোধন করেন।

DJIT Opening Picture-TechShohor

অনুষ্ঠানে জানানো হয়, ইনস্টিটিউটের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে জাপানসহ আন্তর্জাতিক আইসিটি খাতে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হেব। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা বিজনেস পার্টনারস, জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাসসহ ড্যাফোডিল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজেআইটির পরিচালনা পর্ষদে রয়েছেন গুগলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নরিও মুরাকামি, আইবিএম কনসাল্টিংয়ের সাবেক পার্টনার সেগিও কিজাকি এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান।

– বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/