Maintance

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের ৪০% মানুষ

প্রকাশঃ ৮:৩০ অপরাহ্ন, আগস্ট ৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ অপরাহ্ন, আগস্ট ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সারা বিশ্বে মোট জনসংখ্যার  ৪০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। সেখানে বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ‍্যা ৫১ শতাংশ।

‘উই আর সোশ্যাল’ এবং ‘হটস‍্যুইট’য়ের  তথ্যের ভিত্তিতে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ‍্যম দ‍্য নেক্সট ওয়েবে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যা রয়েছে ৭৫২ কোটি ৪০ লাখ। যার ৩৮১ কোটি ৯ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ফোন ব্যবহার করেন ৫০৫ কোটি ২০ লাখ মানুষ। এর মধ্যে ফোনেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন ৩৭ শতাংশ অর্থাৎ ২৭৮ কোটি মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার দৌঁড়ে এগিয়ে আছে ফেইসবুক। মোট ২০৪ কোটি মানুষ যুক্ত রয়েছে এই সামাজিক মাধ্যমটিতে। যার মধ‍্যে ৮৭ শতাংশ ব‍্যবহারকারী মোবাইল ফোনের মাধ্যমে সেবাটি  ব্যবহার করেন।

ফেইসবুকের পরে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে ইউটিউব। ভিডিও দেখার প্লার্টফমটিতে ১৫০ কোটি স্বক্রিয় ব্যবহারকারী রয়েছে। চীনের বহুল ব্যবহৃত ম‍্যাসেঞ্জিং অ‍্যাপ উইচ‍্যাটে রয়েছে ৮৭ কোটি ব‍্যবহারকারী।

উল্লেখ্য  ব্যবহারকারী বৃদ্ধির পাশাপাশি মুনাফা বৃদ্ধি পাচ্ছে ফেইসবুকের। চলতি বছর প্রথম প্রান্তিকে তাদের মুনাফা ৩০০ কোটি ডলার অতিক্রম করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৭৬ শতাংশ বেশি।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/