Maintance

আরিয়ানা গ্রান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

প্রকাশঃ ৩:১৮ অপরাহ্ন, আগস্ট ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ন, আগস্ট ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিরর : ওয়ান লাস্ট নাইট খ্যাত মার্কিন সংঙ্গীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

হ্যাকাররা তার অ্যাকাউন্টে ঢুকে বেশ কিছু বর্ণবাদী মন্তব্য পোস্ট করে। এসব দেখে আরেক মার্কিন সংঙ্গীত শিল্পী নিকি মিনাজ সন্দেহ করেন আরিয়ানার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এবিষয়ে তিনি সংশয় প্রকাশ করলে হ্যাকাররা তাকেও আক্রমণ করে বসে।

Ariana-hacked-techshohor

নিকির একটি ছবিতে ইমোজি বসিয়ে তা পোস্ট করা হয় এবং তার অ্যাকাউন্টও হ্যাক করার হুমকি দেওয়া হয়।

এসব ঘটনার কয়েক ঘণ্টা পড়ে আরিয়ানা তার অ্যাকাউন্ট ফিরে পান। হ্যাক হওয়ার অনুভূতি কেমন ছিলো তা বোঝাতে আরিয়ানা একটি জিআইএফ পোস্ট করেন।

উল্লেখ্য, তার অ্যাকাউন্টে প্রায় ১১১ মিলিয়ন ফলোয়ার আছেন।

এম টিভি ইউকে অবলম্বনে আনিকা জীনাত

*

*