Maintance

তিন স্মার্টফোন নিয়ে মেলায় নকিয়া, উপচে পড়া ভিড়

প্রকাশঃ ২:২১ অপরাহ্ন, আগস্ট ৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ পূর্বাহ্ন, আগস্ট ৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন নিয়ে আবার ফিরে এসেছে একসময়ের শীর্ষ মোবাইল ব্র্যান্ড নকিয়া। বাংলাদেশে ব্যান্ডটি এবার প্রথমবারের মতো কোনো মেলায় অংশ নিয়েছে। টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশ নিয়ে তিনটি মডেলের স্মার্টফোন বিক্রি করছে প্রডিতষ্ঠানটি।

স্মার্টফোন ও ট্যাব মেলায় প্রতিটি ফোনে ৫০০ টাকা করে মূল্যছাড় দিয়েছে।

নকিয়া ৩ মডেলের ফোনটিতে রয়েছে দুই জিবি র‍্যাম, ১৬ জিবি রম। কোয়াড কোর প্রসেসরের ফোনটিতে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। সামনে ৮ এবং পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।অ্যান্ডয়েড নোগাটচালিত ফোনটি মেলায় পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৫০০ টাকায়।

নকিয়া ৫ মডেলটিতে রয়েছে দুই জিবি র‍্যাম ও ১৩ জিবি রম। ৬৪ বিট অক্টাকোর প্রসেসরের ফোনটিতে রয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অ্যান্ড্রয়েড নোগাটচালিত ফোনটির সামনে আট এবং পিছনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি মেলায় বিক্রি হচ্ছে ১৭ হাজার ৫০০ টাকায়।

Symphony 2018

এছাড়াও নকিয়া ৬ মডেলের ফোনটিও মেলায় বিক্রি করছে নকিয়া। তিন জিবি র‍্যাম এবং ৩২ জিবি রমের ফোনটিও চলবে নোগাট অপারেটিং সিস্টেমে। এর ক্যামেরা সামনে ৮ এবং পিছনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটি বিক্র হচ্ছে ২২ হাজার ৫০০ টাকায়।

নকিয়ার কর্মকর্তারা জানান, তারা স্মার্টফোন নিয়ে আসার পর প্রথম মেলায় অংশ নিয়েছে। প্রথমদিতন থেকেই তারা দর্মনার্থী এ ক্রেতাদের খুবই ভালো সাড়া পেয়েছেন।  দ্বিতীয় দিনের সকাল থেকেই ভিড় লেগেই আছে। বেচাবিক্রিও খুব ভালো বলে জানান তারা।

টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা রাত আটটা পর্যন্ত চলবে। শনিবারও সকাল ১০টা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত হবে।

ইমরান হোসেন মিলন

 

*

*

Related posts/