Maintance

অনলাইনে গেইম অব থ্রোনসের এপিসোড ফাঁস

প্রকাশঃ ১১:০৬ পূর্বাহ্ন, আগস্ট ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৬ পূর্বাহ্ন, আগস্ট ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচবিওর সবচেয়ে জনপ্রিয় সিরিজ গেইম অব থ্রোনসের তৃতীয় ও চতুর্থ পর্বের স্ক্রিপ্ট ও ভিডিও ক্লিপ অনলাইনে ফাঁস করেছে হ্যাকাররা। সিরিজের সপ্তম মৌসুমের চতুর্থ পর্বটি আগামী সপ্তাহে প্রচারের প্রস্তুতি নিয়েছিলো এইচবিও।

তারা এইচবিওর দাফতরিক কাজের বিভিন্ন তথ্য চুরি করার পাশাপাশি চ্যানেলটির একজন সিনিয়র কর্মকর্তার ব্যক্তিগত তথ্যও অনলাইনে ফাঁস করে দেয়। তার অনলাইন ব্যাংকিং, স্বাস্থ্য সেবা, নিউজ পেপার সাবস্ক্রিপশন ও মেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য তারা প্রকাশ করে দেয়।

screen-capture-of-hbo-hacked-techshohor

চুরি করা ভিডিও ক্লিপগুলো ফাঁস করার জন্য হ্যাকাররা নিজস্ব একটি সাইট খুলেছে। এই সাইটেই তারা একে একে প্রকাশ করছে এইচবিওর জনপ্রিয় অনুষ্ঠানগুলোর ভিন্ন ভিন্ন সব পর্ব।

হ্যাকাররা জানিয়েছে, ধীরে ধীরে এইচবিওর আরও অনেক কিছুই ফাঁস করা হবে।

গত মঙ্গলবার হ্যাকাররা এইচবিও চ্যানেলটির কম্পিউটার সিস্টেম হ্যাক করার মাধ্যমে ১ দশমিক ৫ টেরাবাইট তথ্য চুরি করে। এরপরই টিভি সিরিজ ‘বোলার্স’ ও ‘রুম ১০৪’  এর মুক্তির অপেক্ষায় থাকা পর্বগুলো অনলাইনে ছেড়ে দেওয়া হয়।

বিবিসি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/