Maintance

এলজি ভি সিরিজে থাকছে না ডুয়াল ডিসপ্লে

প্রকাশঃ ১:১৪ অপরাহ্ন, আগস্ট ৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ন, আগস্ট ৩, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ভি সিরিজর পরবর্তী ফোন ভি৩০এ দুটির বদলে একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির কোনগুলো এলজি জি৬ এর মতো গোলাকৃতির।

তবে এর পেছনে থাকা ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। সম্প্রতি ভি সিরিজর পরবর্তী ফোন ভি৩০ এর ফাঁস হওয়া ফিচার থেকে এমন তথ্যই জানা গেছে।

এক সময় ভি সিরিজের ফোন এলজি ভি১০তে সামনে একটির বদলে দুটি ডিসপ্লে ব্যবহার করে এলজি বেশ সাড়া ফেলে দিয়েছিল। স্ক্রিন বন্ধ থাকলেও মূল এলসিডির উপরে অবস্থিত একটি ওলেড প্যানেল সেটিংস, নোটিফিকেশন ও অন্যান্য তথ্য দেখা যেতো। একইভাবে ভি২০এর ক্ষেত্রেও ডিসপ্লেটি সবসময়ই অন করে রাখার অপশন যুক্ত করা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, এলজি সম্ভবত এলসিডি প্যানেলের বদলে ওলেড ডিসপ্লে ব্যবহার করবে। যার অল্প একটি অংশ আগের মতোই নোটিফিকেশন, স্ট্যাটাস ইত্যাদি দেখানোর জন্য সবসময়ই চালু থাকবে।

তবে এ পর্যন্ত ফাঁস হওয়া কোনো সংবাদই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। এলজি ভি৩০ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে অগাস্টের ৩১ তারিখে, তখনই সবকিছু সঠিকভাবে জানা যাবে।

টুইটার ও ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ  

*

*

Related posts/