Maintance

স্কারামুচির বিদায়ে টুইটারে ঝড়

প্রকাশঃ ৩:১১ অপরাহ্ন, আগস্ট ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ন, আগস্ট ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্থনি স্কারামুচি হোয়াইট হাউসে জনসংযোগ পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ১০ দিন আগে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নাখোশ করে ফেলায় চাকরি খুইয়েছেন ‘দ্য মুচি’ নামে পরিচিত অ্যান্থনি স্কারামুচি।

তার এই নিয়োগ ও চাকরি হারানো সবকিছু এতো দ্রুত ঘটেছে যে বিষয়টি নিয়ে টুইটার ব্যবহারকারীরা হাসি-ঠাট্টায় মেতেছেন।

একজন টুইট ব্যবহারকারী লিখেছেন, এখন থেকে স্কারামুচি নামটা অভিধানে সময়ের হিসাবের পরিমাপক হিসেবে ব্যবহার করা যাবে।

অতি অল্প সময়ের ব্যবধানে রাইনস প্রিবাস, শন স্পাইসার ও  স্কারামুচি হোয়াইট হাউস থেকে বের হয়ে এসেছেন। তাই একজন টুইটারে হোয়াইট হাউসএর সামনে তিনজনের ছবি দিয়ে লিখেছেন, তারা উবারের ভাড়া শেয়ার করতে চান।

the-mucch-techshohor

আরেকজন ব্যবহারকারী স্কারামুচির সঙ্গে অভিনেত্রী কেট হাডসনের একটি ছবি দিয়েছেন। ছবির ওপরে লেখা ‘হাউ টু লুজ এ গাই ইন টেন ডেইজ’।

উল্লেখ্য, এটি একটি হলিউড ছবির নাম। ছবিটি মুক্তি পেয়েছিলো ২০০৩ সালে।

স্কারামুচিকে নিয়োগ দেওয়ার কারণে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রাইনস প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসারকে তাদের পদ ছাড়তে হয়েছে।

সম্প্রতি সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারামুচি  তার সহকর্মীদের ব্যাপারে অপমানজনক কথা বলেন। বিতর্কিত মন্তব্যে করে তিনি নিজেই নিজের অবস্থান নড়বড়ে করে দেন। শেষমেষ হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফের অনুরোধে পদত্যাগ করতে বাধ্য হন ‘দ্য মুচি’।

হাফিংটন পোস্ট অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/