Maintance

আসছে স্যামসাংয়ের ফ্ল‍িপ ফোন

প্রকাশঃ ২:৩৬ অপরাহ্ন, জুলাই ৩১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ন, জুলাই ৩১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ফ্লিপ ফোন বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ফোনটির মডেল নম্বর ও ছবি ফাঁস হয়েছে অনলাইনে।

ফোন বিষয়ক সাটিফিকেশন ওয়েবসাইট টিনা’য়  ফাঁস হওয়া তথ‍্য থেকে জানা যায় ডিভাইসটির মডেল নম্বর হবে এসএম-জি৯২২৯৮।

ফাঁস হওয়ার ছবিতে দেখা গেছে ফোনটির পেছনে রয়েছে ফ্ল‍্যাশসহ ক‍্যামেরা। এছাড়া ফ্রন্ট ক‍্যামেরাতেও রয়েছে ফ্ল‍্যাশ। ফ্লিপ ফোন হওয়ার কারণে ফোনটির পুরুত্ব তুলনামূলকভাবে বেশি। ডিভাইসটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং বাম পাশে রয়েছে ভলিউম আপ ও ডাউন বাটন।

ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং ৬ গিগাবাইট র‍্যাম। ছবি তোলার জন‍্য এতে ১২ মেগাপিক্সের রিয়ার ও ৫ মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা থাকতে পারে।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ‍্যান্ড্রয়েড ৬ যা পরবর্তীতে আপডেট করার সুবিধা থাকবে।

এইচডি ৪.২ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটিতে ব‍্যাকআপ সুবিধা দিতে থাকতে পারে ২ হাজার ৩০০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।

ফোনটির মূল্য সম্পর্কে কোনো তথ‍্য জানা যায়নি। তবে কনফিগারেশনের তথ‍্য থেকে ধারণা করা হচ্ছে ফোনটির দাম বেশি হতে পারে। ফোনটি আগামী মাসে বাজারে আসতে পারে।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/