Maintance

কয়েকটি দেশে ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

প্রকাশঃ ৪:১৫ অপরাহ্ন, জুলাই ২৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ন, জুলাই ২৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশে ইনস্ট্যান্ট ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম ক্র্যাশ করেছে।

বুধবার সকাল ৬টা থেকেই ব্যবহারকারীরা সাইটটিতে ঢুকতে পারছিলেন না। এরপরে প্রতিষ্ঠানটির অ্যাপ ও ওয়াবসাইট দুটিই একসঙ্গে ডাউন হয়ে যায় দুপুর দুইটার দিকে।

মুলত যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূল, ইউরোপের কিছু অংশ ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলো এলাকায় ইনস্টাগ্রাম ব্যবহার সমস্যা দেখা দেয়।

instagram-crash-techshohor

ওয়েবসাইটে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরকে দেখানো হয় এরর ম্যাসেজ। অন্যদিকে, অ্যাপ ব্যবহারকারীরা তাদের ফিড রিফ্রেশ করতে ব্যর্থ হন।

ইনস্টাগ্রামে ঢুকতে ব্যর্থ হয়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গিয়ে ফটো শেয়ারিং অ্যাপটি নিয়ে অভিযোগ জানান। এরপরে দ্রুতই ইনস্টাগ্রামডাউন হ্যাশট্যাগ সম্বলিত একটি পোস্ট ছড়িয়ে পরে টুইটারে।

তবে সার্ভার ডাউন হওয়ার ব্যাপারে ইনস্টাগ্রাম কোনো মন্তব্য করেনি বা সার্ভার ডাউন হওয়ার কোনো কারণও ব্যাখ্যা করেনি।

ডেইলি মেইল ইউকে অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/