Maintance

ডুয়েল ক্যামেরায় এলো শাওমির এমআই ৫এক্স

প্রকাশঃ ৮:১৫ অপরাহ্ন, জুলাই ২৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ন, জুলাই ২৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উন্মুক্ত হলো চীনের অ্যাপল খ্যাত শাওমির নতুন ফোন এমআই ৫এক্স। সাশ্রয়ী দামের ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ।

৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লের ফোনটির রেজুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। মাল্টিটাচ সুবিধযুক্ত ফোনটির পিপিআই হলো ৪০৩ পিক্সেল ডেনসিটি। অপারেটিং সিস্টেম হিসেবে এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট।

অক্টা কোর ২.০ গিগাহার্টজ কোয়ালকম এমএসএম৮৯৫৩ স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে ফোনটি। ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরির রয়েছে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়ের ক্যামেরা সেটাআপ ও ফ্ল্যাশ। যা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়া রয়েছে ২এক্স অপটিক্যাল জুম সুবিধা।

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে এইচডি ভিডিও রেকর্ড করা যাবে।

ফিঙ্গারপ্রিন্ট, ওয়াইফাই, ব্লটুথ সুবিধাযুক্ত ফোনটিতে রয়েছে ৩ হাজার ৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

কালো, গোল্ড এবং রোজ গোল্ড রঙে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ ইউরো, যা মুদ্রা বিনিময় হারে বাংলাদেশে টাকায় ১৮ হাজার টাকার মতো হতে পারে।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

 

*

*

Related posts/