Maintance

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

প্রকাশঃ ৫:০৮ অপরাহ্ন, জুলাই ২৪, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ন, জুলাই ২৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণফোনের স্টার গ্রাহকদের বিশেষ ছাড় দিতে এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইউএস বাংলার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এই চুক্তির ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানরুটে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকরা।

সিঙ্গাপুর, কুয়ালালামপুর, কলকাতা, কাঠমুন্ডু ও মাস্কট যেতে ওয়ান ওয়ে অথবা রিটার্ন টিকেট উভয় ক্ষেত্রেই ভাড়ার ওপরে বিজনেস ক্লাসে ১২ শতাংশ এবং ইকোনোমি ক্লাসে ১০ শতাংশ ছাড় পাবেন স্টার গ্রাহকরা। আগামী ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত এ ছাড় উপভোগ করা যাবে।

গ্রামীণফোন-জিপি-টেকশহর

এছাড়াও, স্টার গ্রাহকরা ব্যাংকক যাওয়ার ক্ষেত্রে বিজনেস ও ইকোনোমি উভয় ক্লাসেই  ১২ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি চালু থাকবে এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।

আন্তর্জাতিক রুট ছাড়াও, স্টার গ্রাহকরা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল যাওয়ার ক্ষেত্রে ছাড় উপভোগ করতে পারবেন। আগামী ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত ভাড়ার ওপরে ১০ শতাংশ ছাড় পাবেন স্টার গ্রাহকরা।

জিপি হাউজে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট ডিপার্টমেন্ট সৌরভ প্রকাশ খারে এবং ইউএস বাংলার ডেপুটি ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং সোহাইল মজিদ।

গ্রাহকরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ১৭টি সেলস অফিস থেকে এ অফার উপভোগ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জানতে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে

আনিকা জীনাত

*

*

Related posts/