Maintance

ভিডিও রিডাইরেক্ট করবে ইউটিউব

প্রকাশঃ ১১:০৫ পূর্বাহ্ন, জুলাই ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ন, জুলাই ২২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউটিউবে কেউ ধর্মীয় উগ্রবাদী  ভিডিও সার্চ করলে তা  রিডাইরেক্ট করে দেওয়া হবে। উগ্রবাদকে নিরুৎসাহিত করে এমন ভিডিওতে সার্চ রিডাইরেক্ট করার মাধ্যমে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে ইউটিউব।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের দলে সদস্য বাড়াতে উস্কানিমূলক ভিডিও প্রচার করে থাকে। ইউটিউব তাদের এই কৌশল প্রতিহত করতে ভিডিও রিডাইরেক্ট করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের একটি রিডাইরেক্ট করা ভিডিওতে দেখা গেছে, এক বৃদ্ধা আইএসের উদ্দেশে বলছেন, আমি হলফ করে বলছি, তোমরা যা করছ তা কখনওই আল্লাহর পথ নয়।

redirect-techshohor

উগ্রবাদী বিষয় বস্তু খুঁজতে গেলে এখন থেকে যে ধরনের ভিডিও দেখানো হবে যেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ইউটিউব।

দৃষ্টিভিঙ্গি পাল্টাতে তারা বেছে নিয়েছে আইএস ফেরত ব্যক্তিদের অভিজ্ঞতা, আইএস যোদ্ধাদেরকে আল্লাহর পথে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে এক বৃদ্ধার আকুতি, সহিসংতা ও উগ্রপন্থার সমালোচনা করে দেওয়া ইমামদের বক্তব্য এবং আইএস নিয়ন্ত্রিত এলাকার ভেতরের চিত্র।

ইউটিউব জানিয়েছে, রিডাইরেক্ট করার আরেকটি সুবিধা হলো একই ভিডিও বার বার দেখানোর ফলে এগুলোর ভিউয়ের সংখ্যা অনেক বেশি হবে। আর ভিউ বেশি হলে তা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

বিবিসি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/