Maintance

আগস্টে আসছে আসুসের তিন ফোন

প্রকাশঃ ৬:০৮ অপরাহ্ন, জুলাই ১৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ন, জুলাই ১৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী মাসে উন্মুক্ত হতে পারে আসুসের জেনফোন ৪ সিরিজের নতুন তিন স্মার্টফোন। ফোন বিষয়ক সংবাদমাধ্যম জিএসএমএরিনাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য।

জেনফোন ৪ প্রো, জেনফোন ৪ সেলফি এবং জেনফোন ৪ভি মডেলের ফোনগুলো উন্মুক্তের ঘোষণা আগস্টের ১৭ তারিখ দেওয়া হতে পারে।

গুঞ্জনে ফাঁস হওয়া তথ্যমতে, জেনফোন ৪ সেলফিতে থাকতে পারে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। এতে থাকতে পারে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর এবং ৫০৬ জিপিইউ। এছাড়া থাকতে পারে ৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।

ছবি তোলার জন্য ডিভাইসটি পিছনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

এদিকে সম্প্রতি জেনফোন ৪ম্যাক্স ফোনটি উন্মুক্ত হয়েছে। এতে রয়েছে এইচডি ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ২, ৩, ৪ জিবি র‍্যামের সংস্করণে ডিভাইসটি যথাক্রমে ১৬, ৩২ এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরিতে পাওয়া যাচ্ছে। ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে ডিভাইসটিতে।

ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/