Maintance

'আত্মহত্যা' করতে পানিতে ঝাঁপ দিল রোবট!

প্রকাশঃ ৭:৪৫ অপরাহ্ন, জুলাই ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ পূর্বাহ্ন, জুলাই ১৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তার দায়িত্বে থাকা একটি রোবট ভবনের উপর থেকে ঝরনার পানিতে পড়ে গেছে।

এক পথচারী নাইটস্কুপের তৈরি করা রোবটটি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে কিছু ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আর সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন, এটি একুশ শতকের প্রযুক্তির একটি ‘বিরল’ দুর্ঘটনা।

ভবনে থাকা এক কর্মী টুইটারে পোস্ট করেছেন, আমরা উড়ন্ত গাড়ি চেয়েছি, তার বদলে আমরা এখন আত্মঘাতী রোবট পাচ্ছি!

Robot-Techshohor1

অনেকেই অবশ্য মজা করে টুইট করেছেন, রোবটটি আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দিয়েছে।

নিরাপত্তায় নিয়োজিত নাইটস্কুপের তৈরি রোবটের এটাই প্রথম কোনো দুর্ঘটনা নয়। এর আগে গতবছরেই সিলিকন ভ্যালির শপিং সেন্টারে ১৬ মাস বয়সী এক বাচ্চার উপর উঠে গিয়েছিল।

সে বছরই নাইটস্কুপ রোবটকে আক্রমণ করায় এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

মাতাল ওই ব্যক্তি অবশ্য পরে জানিয়েছিল, সে নাইটস্কুপ রোবটটিকে পরীক্ষা করার জন্যই এই কাণ্ড ঘটিয়েছিল।

বিবিসি অবলম্বনে ইমরান হোসেন মিলন 

*

*

Related posts/