Maintance

আগামী সপ্তাহে আসছে শাওমি এমআই ৫এক্স

প্রকাশঃ ৬:২২ অপরাহ্ন, জুলাই ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ন, জুলাই ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  চলতি মাসের ২৬ তারিখ এমআই ৫এক্স নামে নতুন ফোন উন্মুক্ত করবে শাওমি। ইতোমধ্যে ফোন উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সাংবাদিকদের পাঠিয়েছে চীনের অ্যাপল খ্যাত প্রতিষ্ঠানটি।

আমন্ত্রণপত্রের সাথে ফোনটি একটি ছবি দেয়া হয়েছে। তাতে দেখা যায়, ফোনটির পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ। ক্যামেরার নিচে দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফোনের পিছনের নিচের দিকে রয়েছে শাওমির লোগো। যদিও শাওমির ডুয়েল ক্যামেরার ফোন নতুন নয়।

ফোনটি সম্পর্কে গুঞ্জনের তথ্য মতে, এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম। চীনের বাজারে ফোনটি মূল্য হতে পারে ১ হাজার ৯৯৯ ইয়েন।

চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে শাওমির ফোন বিক্রি বেড়েছে ৭০ শতাংশ। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রকাশিত এক হিসাবে জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে ২ কোটি ৩১ লাখ ৬ হাজারের বেশি স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া উইবোতে শাওমির রেডমি সিরিজের পরবর্তী ফোন রেডমি ৫ এর তথ্য ফাঁস হয়েছে।

স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরযুক্ত ফোনটিতে থাকতে পারে ৩ জিবি র‍্যাম। এটি ১৬ ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি সংস্করণে পাওয়া যাবে। মূল্য হতে পারে যথাক্রমে ১২৬ ও ১৫৩ ডলার।

জিএসএম এরিনা অবলম্বনে তুসিন  আহমেদ

*

*

Related posts/