Maintance

সবচেয়ে বেশি স্প্যাম কল ভারতে

প্রকাশঃ ৭:৪৫ অপরাহ্ন, জুলাই ১৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ পূর্বাহ্ন, জুলাই ১৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, তখনই ফোনটি বেঁজে উঠলো। ফোন ধরার পরে বুঝতে পারলেন এটি প্রচারণামূলক বা স্প্যাম কল। তখন মেজাজ খারাপ না হয়ে উপায় থাকে না। এমন স্প্যাম কলে শীর্ষ দেশ ভারত।

সম্প্রতি ট্রু-কলার অ্যাপের জরিপে উঠে এসেছে এমন তথ্য। প্রতিষ্ঠানটি ২০ দেশে সমীক্ষা চালিয়ে তার ফলাফলে এমনটি জানিয়েছে। সেই সমীক্ষা থেকেই উঠে আসে যে, ভারতে প্রতি মাসে একজন ব্যবহারকারীদের কাছে গড়ে অন্তত ২২টি স্প্যাম কল আসে।

ভারতের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। এই দুটি দেশের ব্যবহারকারীদের কাছে মাসে ২০ করে স্প্যাম কল আসে। এরপর তালিকায় রয়েছে চিলি, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর নাম। তবে গত দুই মাসে যুক্তরাষ্ট্রে স্প্যাম কলের হার বেড়েছে ২০ শতাংশ।

সমীক্ষায় প্রাপ্ত তথ্যমতে, ভারতে ৫৪ শতাংশ আসে টেলিকম কোম্পানিগুলি থেকে। ২০ শতাংশ স্প্যাম কল আসে বিভিন্ন বেআইনি সংস্থা থেকে। এছাড়া ১৩ শতাংশ টেলিমার্কেটিং, ৯ শতাংশ ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ৩ শতাংশ বীমা সংস্থা থেকে।

উল্লেখ্য সারা বিশ্বে বর্তমানে ট্রুকলার অ্যাপটি ২৫০ মিলিয়ন মানুষ ব্যবহার করছেন।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন: 

*

*

Related posts/