Maintance

শাওমি রেডমি ৫ এর ফিচার ফাঁস

প্রকাশঃ ১১:৩১ পূর্বাহ্ন, জুলাই ১৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ন, জুলাই ১৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া উইবোতে শাওমির রেডমি সিরিজের পরবর্তী ফোন রেডমি ৫ এর কিছু ফিচার ফাঁস হয়েছে।

শুধু ছবি নয়, একই সঙ্গে ফোনটির সম্ভাব্য দামও ফাঁস হয়েছে।

রেডমি ৫ এ দুই ধরনের চিপসেট ও র‌্যাম থাকবে। একটি ফোনে ২ গিগাহার্জ গতি সম্পন্ন স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। সঙ্গে রাখা হয়েছে তিন জিবি র‌্যাম।

ফোনটি  ১৬ এবং ৩২ জিবি সংস্করণে পাওয়া যাবে। ১৬ জিবির দাম রাখা হয়েছে  ১২৬ ডলার। তবে স্টোরেজ ৩২ পর্যন্ত বাড়াতে চাইলে দাম পড়বে ১৫৩ ডলার।

আরেকটি ফোনে থাকছে ২.২ গিগাহার্জ গতির স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর ও চার জিবি র‌্যাম। এতে ৬৪ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ১৬২ ডলার।

দুটি ফোনেই রয়েছে  ৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। পেছনের ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল আর ফ্রন্ট থাকছে ৫ মেগাপিক্সেল।

এতে থাকছে ৩৬৮০ এমএএইচ ব্যাটারি যা রেডমি ৪ এর ব্যাটারির চেয়ে কম ধারণক্ষমতা সম্পন্ন। রেডমি ৪ এ ব্যবহৃত হয়েছিল ৪১০০ এমএএইচ ব্যাটারি।

ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.১.১ এর ওপর তৈরি এমআইইউআই ৯.০ অপারেটিং সিস্টেম।

রেডমি ৫ কবে নাগাদ  বাজারে আসতে পারে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

জিএসএম এরেনা অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/