Maintance

প্যানারোমায় দুই মাথা

প্রকাশঃ ১:৩৫ অপরাহ্ন, জুলাই ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ন, জুলাই ১৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শখের বশে প্যানারোমায় ফিচারে সেলফি তুলতে গিয়েছিলেন বুদাপেস্টে ছুটি কাটাতে যাওয়া এক প্রেমিক যুগল। ব্যাকগ্রাউন্ডে শান্ত নদী তার পেছনে পাহাড়ি শহর। পুরো দৃশ্যটি এতই সুন্দর যে প্রেমিক জুদ জাসপার প্যানারোমায় (ওয়াইড অ্যাঙ্গেল) ফিচার সেট করে সেলফি তুলতে শুরু করেন।

কিন্তু  ছবিতে প্রেমিকার মাথা একটির জায়গায় দুটি দেখে তার চক্ষু চড়কগাছ। অসাধারণ একটি ছবি তোলার প্রচেষ্টায় যে প্রেমিকাকে তিনি হরর ফিল্মের নায়িকা বানিয়ে ছাড়লেন!

panorama-selfie-techshohor

তবে এতে তার খুব একটা দোষ নেই। ছবি তোলার সময় তার প্রেমিকাই একটা হাঁচি দিয়েছিলেন। তাই প্যানারোমায় ফিচারের কারিগরি ত্রুটির কারণে ছবিতে তার একটি মাথার ওপরে আরেকটি মাথা গজায়।

এবিষয়ে প্রেমিক জুদ জাসপার জানিয়েছেন, প্যানারোমায় অপশনটি তার ফোনে ঠিকমতো কাজ করে না। শুধু বসে থেকে স্থির হয়ে ছবি তুললেই ঠিক মতো ক্যামেরায় ধরা পরে ওয়াইড অ্যাঙ্গেল দৃশ্য।

ইন্টারনেটে দুই মাথাওয়ালা ছবিটি দ্রুতই সবার দৃষ্টি আকর্ষণ করে। এরপর ছবিটি নিয়ে শুরু হয়ে যায় হাসাহাসি।

এমএসএন অবলম্বনে আনিকা জীনাত

 

 

*

*

Related posts/