Maintance

ভাইরাল হলো গাদ্দাফির সঙ্গে ক্যাটরিনার ছবি

প্রকাশঃ ৫:৪৩ অপরাহ্ন, জুলাই ১১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ন, জুলাই ১১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্যাটরিনা কাইফের ছবি ভাইরাল হওয়া বিশেষ কোনো ঘটনা নয়। কিন্তু ছবির বিষয়বস্তুই যদি বিতর্কিত হয় তাহলে তো কোন কথাই নেই।

তখনও অভিনয়ের জগতে প্রবেশ করেননি ১৮ বছরের মডেল ক্যাটরিনা। লিবিয়ায় এক ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে ছবি তুলেছিলেন লিবিয়ার তৎকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে। প্রায় ১৫ বছর পর সম্প্রতি ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন সাবেক মডেল শমিতা সিনহা।

Symphony 2018

katrina-gaddafi-techshohor

গাদ্দাফির সঙ্গে ছবিতে ক্যাটরিনা ও নেহা ধুপিয়াসহ ৬ জন মডেলকে দেখা যায়। কিন্তু ছবির ক্যাপশনে গাদ্দাফির সঙ্গে ছবি তুলতে পারাকে ‘সুযোগ’ বলায় সমালোচিত হন শমিতা। পরে তিনি ছবিটি সরিয়ে ফেললেও ভক্তদের কারণে ছবিটি ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ক্যাটরিনা তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন ১৪ বছর বয়সে। এরপরে ২০০৩ সালে বুম ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন।

*

*

Related posts/